
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ জারি করেছেন। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষিত রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের রূপরেখা আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
এর আগে দিনটি শুরু হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের মাধ্যমে, যেখানে প্রস্তাবিত বাস্তবায়ন আদেশ অনুমোদন করা হয়। অনুমোদনের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিস্তারিত ব্যাখ্যা দেন আদেশের কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে।
জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জনগণের মতামত নেওয়া হবে, এবং ভোটাররা একটি প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে নিজেদের মত প্রকাশ করবেন।
অধ্যাপক ইউনূস বলেন, “সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একদিনেই নির্বাচন ও গণভোট সম্পন্ন হবে। এতে সংস্কারের ধারাবাহিকতা কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।”
তিনি আরও জানান, গণভোটের আয়োজন ও বাস্তবায়নের জন্য শিগগিরই প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।
এই ঘোষণার মধ্য দিয়ে জুলাই সনদের সাংবিধানিক সংস্কার এখন আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় কার্যপরিধিতে প্রবেশ করল।
































