mp bodiঅবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের এমপি আবদুর রহমান বদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সকালে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান বদি। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালত।

গত ২১শে আগস্ট এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুদক। গত ১১ই সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন চাইলে হাইকোর্ট তাকে চার সপ্তাহের জামিন দেন। এ জামিনের মেয়াদ শেষ হলে রোববার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।

chardike-ad