
শাহাদাত হোসেন সেলিম
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপি’র (একাংশ) বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
সোমবার (৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন।
শাহাদাত হোসেন সেলিম এসময় বিএনপিতেই ছিলেন। পরবর্তীতে কর্ণেল (অব.) অলি আহমেদ বিএনপি থেকে বেরিয়ে এলডিপি গঠন করলে তিনি সেখানে যোগ দেন। একসময় এলডিপি ভেঙে এক অংশের চেয়ারম্যান হন তিনি।
গত ২৭ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীকে লড়বেন বলে জানা গেছে। বিএনপি থেকে তাকে এ বিষয়ে আগেই সবুজ সংকেত দেওয়া হয়েছে।







































