শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ ডিসেম্বর ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
শেয়ার

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের


tarek

মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে ক্ষোভ–অসন্তোষের গুঞ্জন ওঠায় বিএনপির নেতাকর্মীদের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সামনে রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হতে যাচ্ছে, তাই দলকে যে কোনো অবস্থায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “এখন প্রার্থী মুখ্য নয়, মুখ্য হচ্ছে দল—ধানের শীষ। দল ঐক্যবদ্ধ না থাকলে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারি।’ তিনি আরও বলেন, আন্দোলনের সময় যেমনভাবে মানুষকে গণতন্ত্রের পক্ষে উদ্বুদ্ধ করা হয়েছিল, ঠিক তেমনি দেশের উন্নয়ন পরিকল্পনার সঙ্গেও তাদের সম্পৃক্ত করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে ‘একজন ভালো, সবাই খারাপ’—এমন প্রচারণা চলছে, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। গত ১৬ বছর এমন প্রচারণা চালিয়ে একটি দল নিজেদের ভালো প্রমাণ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। জনগণের অংশগ্রহণ ছাড়া এই পরিস্থিতি বদলানো সম্ভব নয়।”