
বাঁ থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত
পাবনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং পাবনা-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। দুর্ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন এবং বর্তমানে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করে দ্রুতগামী একটি ট্রাক তাদের বহনকারী প্রাইভেটকারে ধাক্কা দিলে গাড়িটি মুহূর্তের মধ্যে দুমড়েমুচড়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, প্রত্যক্ষদর্শীরা মনে করেছিলেন কেউ হয়তো বাঁচবেন না। তবে আল্লাহর অশেষ রহমতে দুই প্রার্থীই প্রাণে রক্ষা পান।
ঘটনার বিস্তারিত জানিয়ে হাবিবুর রহমান হাবিবের ভাই বিপুল হোসেন বুদু বলেন, শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিব আটঘরিয়ার একদন্ত ইউনিয়নে বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত এক দোয়া মাহফিল থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। ট্রাকটি সজোরে আঘাত করলে গাড়িটি পুরোপুরি বিকৃত হয়ে যায়। এতে দুজন প্রার্থীসহ গাড়ির ড্রাইভার ও শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী এনামুলও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে।
বিপুল হোসেন বুদু আরও বলেন, “অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন শিমুল ভাই আর হাবিব ভাই। আল্লাহ তাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।”
ঘটনার পর বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই হাসপাতালে ছুটে যান আহত দুই প্রার্থীর খোঁজ নিতে।









































