শনিবার । ডিসেম্বর ১৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
শেয়ার

সাবেক সেনা কর্মকর্তার কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান


tarek

ছবি: সংগৃহীত

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে ৩৪ বছর আগের একটি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ দুঃখ প্রকাশ করেন। লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে একটি ব্যক্তিগত ঘটনার উল্লেখ করে তারেক রহমান বলেন, “এটা একান্ত পার্সোনাল ব্যাপার। তারপরও আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি। রুমি সাহেব আম্মার (খালেদা জিয়া) সময় এসএসএফর ডিজি ছিলেন। তিনি এখানে উপস্থিত আছেন। রুমি সাহেব আপনার নিশ্চয় মনে আছে পুরান ঢাকা থেকে আমিন বাজারে একটা মিছিল হয়েছিল। সেই পুরা মিছিলটা আমিও হেঁটে এসেছিলাম। আম্মাও সেই মিছিলে ছিলেন। সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল ছিল। আপনি আমাকে কোনোএকটা কিছু বলেছিলেন। এটার জন্য আমি খুবই দুঃখিত যে সেদিন আপনার সঙ্গে একটু রূঢ় ব্যবহার করেছিলাম। আমি অনেক দিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্যে, কিন্তু সুযোগ পাইনি। আজকে সুযোগ পেয়েছি, ওই ঘটনার জন্য দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা প্রত্যাশা করছি।”

তারেক রহমানের বক্তব্যের পর মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। যেটা বলেছেন— থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইল রিমেম্বার ইট।”

এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা।

ভিডিও: