
এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডা. অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসায় ইতিবাচক সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, বেগম জিয়া বর্তমানে আইসিইউতে আছেন। তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন। তার রেসপন্স করাটা চিকিৎসকদের জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ আরও বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সমন্বিতভাবে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছেন। একজন সংকটাপন্ন রোগীর জন্য যে ধরনের সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, তা যথাযথভাবেই তাকে দেওয়া হচ্ছে।
এ সময় তিনি জনসাধারণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে বিভিন্ন তথ্য ছড়াচ্ছেন। এ ধরনের অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানাই। তিনি আইসিইউতে আছেন এবং যে চিকিৎসা প্রয়োজন, তা যথারীতি পাচ্ছেন—এটিই মূল বিষয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, উদ্বেগ ও শ্রদ্ধা রয়েছে। জনগণ তার সর্বশেষ অবস্থা জানতে চায়, তাই আমরা নিয়মিত তথ্য দিচ্ছি। তবে তিনি একজন রোগী, তারও ব্যক্তিগত ও নৈতিক অধিকার রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, তাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা আগের মতোই গ্রহণ করতে পারছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা যায়—তিনি স্থিতিশীলভাবে তার চিকিৎসা চালিয়ে যেতে পারছেন।
উল্লেখ্য, নানা জটিল রোগে ভুগতে থাকা ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কাজ করছে।








































