
শতাধিক স্টলের এই মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) বইমেলা স্ট্যান্ডিং কমিটির আয়োজনে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘বিজয় বইমেলা ২০২৬’ । দেশের প্রায় সব শীর্ষস্থানীয় প্রকাশনী এতে অংশ নিচ্ছে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাপুস সভাপতি রেজাউল করিম বাদশা। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাপুস সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ, মেলা স্ট্যান্ডিং কমিটির পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ, বাপুস পরিচালক মো. মনিরুজ্জামান খান ও ড. আবদুল আজিজ।
বই বিক্রির পাশাপাশি মেলায় স্মারক বক্তৃতা, লেখক-প্রকাশকদের নিয়ে আলোচনাসভা, সাহিত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন থাকছে।
শতাধিক স্টলের এই মেলা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনে খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।





































