Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে ১৭ জনকে খুজছে সরকার

Facebookফেসবুক তাদের এক তথ্য বিবরণীতে জানিয়েছে বিভিন্ন দেশ থেকে সরকারি ভাবে তাদের কাছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। আর এই তথ্য চাওয়ার তালিকায় বাংলাদেশ সরকারও আছে। বাংলাদেশ সরকার ফেসবুকের নিকট এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ১৭ জনের বিষয়ে তথ্য চেয়েছে।

ফেসবুক আরো জানিয়েছে অন্যান্য বছর থেকে এই বছর ফেসবুকের নিকট বিভিন্ন সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার হার ২৮ শতাংশ বেশি। তবে ফেসবুক কোন দেশের সরকারকে ফেসবুকের ব্যবহারকারীদের বিষয়ে তথ্য সর্বরাহ করেনি বলে নিশ্চিত করেছে।

chardike-ad

ফেসবুকে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়ার আবেদন জমা পড়েছে মোট ৩৪ হাজার ৯৪৬টি। এই হিসেব চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত। তবে বাংলাদেশের স্থানীয় আইনের পরিপন্থী হওয়াতে চলতি বছর ফেসবুক ১৯টি পোস্ট সরিয়ে ফেলেছে। এছাড়া গত বছর ফেসবুকে বাংলাদেশ সরকার ১২ জন ব্যক্তির বিষয়ে তথ্য চেয়েছিল বলেও জানা গেছে।