Search
Close this search box.
Search
Close this search box.

৬ ফেব্রুয়ারি ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

images_169851আগামী বছর ৬ ফেব্রুয়ারি শুক্রবার ৩৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ও রংপুর এই সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।৩৫ তম এর প্রিলিমিনারি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ৩৫ তম বিসিএসে আবেদন করেছে।

যার সংখ্যা হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।ফলে প্রযোজনীয় পরীক্ষার জন্য হল প্রাপ্তি, সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থাপনা চূড়ান্ত এবং নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় রেখে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

chardike-ad