Search
Close this search box.
Search
Close this search box.

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ২ জলদস্যু নিহত

sundor-banসুন্দরবনে বনদস্যু দল ‘দারোগা বাহিনীর’ সঙ্গে র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, নিহতরা হলেন- দারোগা বাহিনীর প্রধান এনামুল হাওলাদার ওরফে দারোগা (৩৪) এবং তার সহযোগী সাইফুল (২৪)। তারা ২ জনই খুলনার রূপসা এলাকার বাসিন্দা।

chardike-ad

ঘটনাস্থল থেকে ‘বনদস্যুদের ব্যবহৃত’ ১৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।

তিনি বলেন, মঙ্গলবার সকালে ৭টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকার আড়ুবাড়িয়ার খালের মাথায় বনদস্যুদের সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘনাস্থল থেকে এনামুল ও সাইফুলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়ান্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।