Search
Close this search box.
Search
Close this search box.

পার্লামেন্ট ভেঙ্গে দিলেন জাপানের প্রধানমন্ত্রী

japanআগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য জাপানের পার্লামেন্ট ভেঙ্গে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

শুক্রবার সকালে পার্লামেন্ট ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেন তিনি। খবর বিবিসির।

chardike-ad

গত ১৮ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অ্যাবে জানান, আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ২১ নভেম্বর পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙ্গে দিতে পারেন।

বিবিসির খবরে বলা হয়, জাপানের অর্থনীতি পুনরুদ্ধারে এক উচ্চাবিলাশী পরিকল্পনা খুঁজছেন অ্যাবে; পণ্য বিক্রির ওপর কর আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

স্থানীয় এক পত্রিকার মতামত জরিপে দেখা গেছে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা কমে গেছে; তবে কেন তিনি নির্ধারিত সময়ের ২ বছর আগেই নির্বাচনের ঘোষণা দিলেন তা বুঝতে পারছেন না অনেকেই।

২ বছর আগে জাপানের ক্ষমতায় আসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এ নেতা। দেশটির সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচন অনুষ্ঠানে আরও দুই বছর সময় বাকী আছে।