Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে বাংলাদেশিদের জন্য ‘বিশেষ বন্দীশিবির’

kata-tarঅবৈধভাবে ভারতে আসার দায়ে ধরা পড়া যেসব বাংলাদেশি বন্দীর সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু এখনও দেশে ফিরতে পারেন নি, তাদের জন্য একটা বিশেষ বন্দীশিবির খুলছে পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গের কারা বিভাগের এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এক খবরে বিবিসি জানিয়েছে, কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে একটি উপসংশোধনাগার (কারাগার) বন্ধ করে দিয়ে ওই বিশেষ বন্দীশিবির খোলা হবে।

chardike-ad

প্রতিবেদনে বলা হয়, যেসব বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে আসার জন্য গ্রেপ্তার হয়ে সাজা খেটেছেন অথচ তাদের পরিচয় সম্বন্ধে বাংলাদেশ থেকে নিশ্চয়তা পাওয়া যায়নি, সেরকম বন্দীদেরই এই শিবিরটিতে রাখা হবে। এধরনের বন্দীদের বলা হয় জান-খালাশ।

ওই শীর্ষ কর্তার ভাষ্যমতে, ‘এই মুহুর্তে প্রায় ৪০০ বাংলাদেশি নাগরিক রয়েছেন, যারা সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও জেলে থাকতে বাধ্য হচ্ছেন। তবে সবাইকেই আমরা এই শিবিরে এখনই জায়গা দিতে পারব না। আপাতত ১৫০ জন জান-খালাশ বন্দীকে এখানে আনা হবে’।

পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে নভেম্বর মাসের হিসাব অনুযায়ী প্রায় ৩২০০ জন বাংলাদেশী নাগরিক রয়েছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।

ভারতের সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়া কাউকে কারাগারে রাখা যাবে না, তাদের বিশেষ বন্দী শিবিরে রাখতে হবে।

সেই নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে এই প্রথম বিশেষ বন্দী শিবির তৈরী হচ্ছে বলে জানিয়েছেন ওই কারা কর্মকর্তা।