Search
Close this search box.
Search
Close this search box.

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা

president

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

chardike-ad

মঙ্গলবার সকাল ৬ টা ৪২ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে অজানা লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৬ টায় সড়ক পথে রাজধানীর গাবতলী হয়ে সাভার স্মৃতিসৌধে পৌঁছান তারা। এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় সাভার স্মৃতিসৌধ ও এর আশপাশে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি, র‌্যাব, পোশাকধারী পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়।

অপরদিকে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ লাখো জনতার ঢল নেমেছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক নিবেদনের পর পরই লাখো জনতার ঢল নামে স্মৃতিসৌধে। এ সময় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাদেরও হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে সারিবদ্ধভাবে অবস্থান করতে দেখা যায়।