ফুটবল উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সহযোগিতার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়া ফুটবল সংস্থার (কেএফএ) প্রেসিডেন্ট জং মুং গিইউ’য়ের সঙ্গে সাক্ষাত্ শেষে এ আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
‘দক্ষিণ কোরিয়া এশিয়ান ফুটবলের পরাশক্তি। তিনি (কেএফএ প্রেসিডেন্ট জং মুং গিইউ) স্বপ্রণোদিত হয়েই আমাদের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে চান’— গতকাল বলেন সালাউদ্দিন। জং মুং গিইউ একই সঙ্গে হুন্দাই ডেভেলপমেন্ট কোম্পানি ও বুসান আই পার্ক ক্লাবের চেয়ারম্যান। শেখ জামাল ও বুসান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ উপভোগ করতে শুক্রবার ঢাকা এসেছেন তিনি।
কেএফএ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর সালাউদ্দিন বলেন, ‘দ্বিপক্ষীয় বিষয় নিয়ে চুংয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা কোরিয়ান ক্লাবের সঙ্গে আরো খেলতে চাই। তারা ম্যাচ আয়োজনের মাধ্যমে আমাদের সহযোগিতা করবে।’
ফুটবল একাডেমির জন্য কোচ প্রদানে জংকে অনুরোধ করেন বাফুফে সভাপতি। এ নিয়ে তিনি বলেন, ‘যুব ফুটবল উন্নয়নে দক্ষিণ কোরিয়া রোল মডেল। আমি তার কাছ থেকে টেকনিক্যাল সহযোগিতা চেয়েছি। একাডেমির জন্য কোরিয়ান কোচ আনার চেষ্টা করছি। মং আমাকে আশ্বস্ত করেছেন, আমরা একসঙ্গে কাজ করতে পারি।’
দ্বিপক্ষীয় সফর বিনিময় ও উন্নয়ন সহযোগিতার মাধ্যমে কেএফএ সভাপতি বাংলাদেশের ভিশন বাস্তবায়নে বন্ধু হিসেবে পাশে থাকতে প্রস্তুত। তার কথায়, ‘দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে ফুটবল ও ব্যবসায়িক দিক থেকে ভালো বন্ধুত্ব রয়েছে। বন্ধুত্বের স্মারক হিসেবে আমরা এখানে কোচ পাঠাতে পারি। একই সঙ্গে শেখ জামালকে কোরিয়ায় অনুশীলনের আমন্ত্রণ জানানো হবে। জাতীয় দল পর্যায়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আমরা আলোচনা করব যে, এখানে দল পাঠানো যায় কিনা।’






































