Search
Close this search box.
Search
Close this search box.

বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন আনল এলজি

lg logoগতকাল শুরু হওয়া কনজিউমার ইলেকট্রনিক শোতে (সিইএস) বাঁকানো ডিসপ্লের স্মার্টফোন প্রদর্শন করেছে কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি। এ নিয়ে দ্বিতীয় দফা বাঁকানো পর্দার স্মার্টফোন আনল প্রতিষ্ঠানটি। এলজি জি ফ্লেক্স টু নামের স্মার্টফোনটি আগের সংস্করণের তুলনায় ছোট। খবর বিবিসি।

বাঁকানো পর্দার স্মার্টফোনের জনপ্রিয়তা বাড়ছে। এ কারণে বেশকিছু কোম্পানি স্মার্টফোনের এ ধারায় বিনিয়োগ করছে। তবে স্মার্টফোনের পর্দা বাঁকানোর কারণে ছবিতে পর্যাপ্ত রেজুলেশন পাওয়া যায় না বলে অভিযোগ আছে অনেকের। তবে এলজির নতুন স্মার্টফোনটিতে হাই রেজ্যুলেশনের ভিডিও বা ছবি অনায়াশেই দেখা যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

chardike-ad

এলজির নতুন স্মার্টফোনটির বডিতেও বেশ পরিবর্তন আনা হয়েছে। এতে খুব সহজে দাগ পড়বে না। এতে স্মার্টফোনটি নতুনের মতোই থাকবে। পাশাপাশি এতে দাগ পড়লেও অল্প সময়ের মধ্যে তা স্বয়ংক্রিয়ভাবেই মুছে যাবে। নতুন ডিভাইসটিতে কোনো দাগ মুছে যেতে সময় লাগবে ১০ সেকেন্ড। কিন্তু প্রতিষ্ঠানটির আগের সংস্করণের বাঁকানো পর্দার স্মার্টফোনে দাগ স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে সময় লাগত কয়েক মিনিট। আকর্ষণীয় ফিচারের স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি কোরীয় প্রতিষ্ঠানটি।

৫ দশমিক ৫ ইঞ্চি ডিভাইসটিতে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১৩ দশমিক ১ মেগাপিক্সেলের রিয়ার ও ২ দশমিক ১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৮১০ সংস্করণের প্রসেসর।

ধারণা করা হচ্ছে, এলজির নতুন স্মার্টফোনটি বাজারে সাড়া ফেলতে সক্ষম হবে। প্রতিটি স্মার্টফোন নির্মাতাই তাদের ডিভাইসে নতুনত্ব আনার চেষ্টা করে। এলজিও তাদের নতুন ডিভাইসে বাঁকানো ডিসপ্লে দিয়ে বাজার দখলের চেষ্টা করছে।