sentbe-top

সৌদি প্রবাসীদের জন্য চালু হচ্ছে ফ্যামিলি ভিসা

soudi-family-visa

আগামী রোববার থেকে অনলাইনে প্রবাসীদের জন্য ফ্যামিলি ভিসা চালু করবে সৌদি সরকার । গতকাল স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে প্রবাসীদের ভিড় অনেকটা লাঘব হবে।

এক্ষেত্রে আবেদনকারী এবং তাদের পরিবারের যাবতীয় তথ্য সমূহ সঠিকভাবে অনলাইনে পূরণ করতে হবে। এছাড়া আবেদনকারীগণকে তাদের পরিবারের সদস্যদের উপযুক্ত বাসস্থান, চিকিৎসা বীমা প্রদান ও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফেরত পাঠানোর নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি সৌদি আরবের কোন আইন অমান্য করা যাবেনা।

যদি কোন পরিবার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করে, তাহলে তাদেরকে গুনতে হবে মোটা অংকের জরিমানা।

বিস্তারিত তথ্যের জন্য ভিসিট করুন www.moi.gov.sa এই সাইটে।

sentbe-top