Search
Close this search box.
Search
Close this search box.

২০১৫ সালকে ‘ইয়ার অব বুকস’ ঘোষণা জাকারবার্গের

markবইয়ের নতুন অনলাইন ক্লাব চালুর মাধ্যমে ২০১৫ সালকে ‘ইয়ার অব বুকস’ ঘোষণা করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। প্রতি দুই সপ্তাহ অন্তর একটি নতুন বই পড়া ও তা নিয়ে আলোচনা করাই ক্লাবটির উদ্দেশ্য। খবর গার্ডিয়ান।

সংস্কৃতি, বিশ্বাস, ইতিহাস, আধুনিক প্রযুক্তিসহ জ্ঞানের প্রায় প্রতিটি ক্ষেত্রে গ্রাহকদের বিচরণ বাড়ানোর জন্যই জাকারবার্গ এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। ভেনিজুয়েলার সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মইসেস নাইমের লেখা ‘দ্য অ্যান্ড অব পাওয়ার’ বইটি দিয়েই যাত্রা করছে জাকারবার্গের বইয়ের অনলাইন ক্লাবটি।

chardike-ad

বিশ্লেষকদের মতে, গ্রাহককে বই পড়ানো জাকারবার্গের সেবাটি খুব বেশি কাজে দেবে কিনা তা সময়ই বলে দেবে। এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৫৪ দশমিক ৬ শতাংশ প্রাপ্তবয়স্ক ব্যক্তি স্কুল বা কাজের বাইরেও বই পড়েন। ফেসবুকের শক্ত গ্রাহক ভিত্তি সেবাটি কার্যকরে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকেই।

ক্লাবের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা না গেলেও শুরুটা ভালোই করেছে জাকারবার্গের ইয়ার অব বুকস। এরই মধ্যে দুই লাখের বেশি লাইক পেয়েছে পেইজটি।