Search
Close this search box.
Search
Close this search box.

‘৩য় বিশ্বযুদ্ধের’ ঘোষণা হ্যাকারদের

newyork-postযুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা নিউ ইয়র্ক পোস্ট এবং ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) টুইটার অ্যাকাউন্ট কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল।

গতকাল শুক্রবার হ্যাকাররা মিথ্যা অর্থনৈতিক ও সামরিক সংবাদ টুইটারে পোস্ট করে এবং পরে তা সরিয়ে ফেলা হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

chardike-ad

প্রতিবেদনে বলা হয়েছে, ইউপিআইয়ের টুইটার অ্যাকাউন্টে ঢুকে হ্যাকাররা ফিড দিয়েছে, “পোপ জানিয়েছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছে।”

নিউইয়র্ক পোস্টের টুইটার অ্যাকাউন্টে তারা ফিড দিয়েছে, “ফেডারেল রিজার্ভ ডিসিশন এর পরে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ব্যাংক অব আমেরিকা এর প্রধান নির্বাহী কর্মকর্তা।”

নিউইয়র্ক পোস্টের এক মুখমাত্র জেনি টার্টিকফ বলেছেন, পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।

ওয়াশিংটন ভিত্তিক সংবাদসংস্থা ইউপিআই এক বিবৃতিতে জানিয়েছে, তাদের টুইটার অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট হ্যাকড হয়েছিল।

হ্যাকাররা তাদের টুইটার ফিডে ৬টি ভূয়া খবর এবং ১টি ব্রেকিং নিউজ দিয়েছিল।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সেনা কমান্ডের (সেন্টকম) টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য হ্যাক হয়েছিল। সেন্টকমের টুইটার অ্যাকাউন্টে ঢুকে হ্যাকাররা ফিড দিয়েছিল, “মার্কিনি সৈন্যরা আমরা আসছি, তোমাদের প্রতি লক্ষ রাখছি।”

ইসলামিক স্টেট বা আইএস এর হয়ে এই কাজ করা হয়েছে বলে দাবি করে সাইবার খিলাফত নামের একটি ইসলামী জঙ্গি সংগঠন।

এর আগে গত ২৪ নভেম্বর সোমবার সনি পিকচার্স বড় ধরনের সাইবার হামলার শিকার হয়।

এসব ঘটনা মাথায় রেখে গত ১৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হাই প্রোফাইল ওয়েবসাইটগুলোকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে শক্তিশালী সাইবার নিরাপত্তা আইন করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার এই প্রস্তাব শিগগিরই কংগ্রেসে পাঠানো হবে।

বিশ্লেষকরা আশা করছেন, বর্তমানে রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস নতুন আইনের এই প্রস্তাব সমর্থন করবে।