Search
Close this search box.
Search
Close this search box.

এবার বন্ধ হলো হোয়াটসঅ্যাপ, মাইপিপল, লাইন

viber-tango_whatsaapজনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন কল এবং মেসেজিং সেবা ভাইবার ও ট্যাঙ্গোর পর এবার হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের আরও তিনটি ভয়েস ও মেসেজিং সেবা বন্ধ করে দিয়েছে সরকার।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, ভাইবার ও ট্যাঙ্গো বন্ধের সময়সীমা ২১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

chardike-ad

বিটিআরসির পরিচালক পর্যায়ের একাধিক কর্মকর্তা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বিটিআরসি’র সচিব সারওয়ার আলম জানিয়েছিলেন, সীমিত সময়ের জন্য ভাইবার ও ট্যাঙ্গো সেবাটি বন্ধ রাখা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে সেবাটি বন্ধের অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।