Search
Close this search box.
Search
Close this search box.

ব্যাঙ্কের মালিকও ভিক্ষুক, গ্রাহকও ভিক্ষুক!

beggerতাদের কথা কেউ ভাবে না…তাদের রুটি রোজগরা বাটিতে বা শাড়ির আচলে জমা হওয়া কিছু খুচরা পয়সা। সারা দিনের পর যা যোগ করলে হয়ত এক মুঠো খাবার জোটে। কোনদিন আবার সেটুকুও জোটে না। এই ভিক্ষুকদের জন্য রয়েছে একটি ব্যাঙ্ক। যেটি অবস্থিত ভারতের বিহার রাজ্যে।

অবশ্য কোন মহানুভব সমাজকর্মী এটি তৈরি করেনি। এটি তৈরি করেছেন কয়েকজন ভিক্ষুক মিলে।

chardike-ad

বিহারের গয়া শহরে একদল ভিক্ষুক একত্র হয়ে খুলে ফেলেছেন তাদের নিজস্ব ব্যাঙ্ক। সেটি তারা নিজেরাই দেখাশুনা করেন এবং নিজেরাই চালান। কোন সঙ্কটময় পরিস্থিতিতে সহ ভিক্ষুকদের যেন বিপদে পড়তে না হয় সেজন্যই এ ব্যবস্থা।

বছরের পর বছর ধরে গয়া শহরের মঙ্গলগৌরি মন্দিরের সামনে যে ভিক্ষুকরা সাহায্যের আশায় দাড়িয়ে থাকে তারাই একত্রিত হয়ে এ অসাধ্য সাধন করেছে। তার এই ব্যাঙ্কের নাম দিয়েছে মঙ্গলা ব্যাঙ্ক। ৪০ জন ভিক্ষুক মিলে এই ব্যাঙ্কটি তৈরি করেছেন। এ ব্যাঙ্কের ম্যানেজার থেকে শুরু করে এজেন্ট সবাই ভিক্ষুক। প্রতিদিন তারা ২০ টাকা করে জমা করে।