Search
Close this search box.
Search
Close this search box.

জার্সিতে ‘কনডমের’ বিজ্ঞাপন, বিব্রত ক্রিকেটাররা

kings-xi

কনডমের বিজ্ঞাপন, তা নতুন কিছু না। টিভি, রেডিও, বিলবোর্ড কিংবা গণমাধ্যমে অহরহ কনডমের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আর দশটি পণ্যের মতো এটিও একটি পণ্য।

chardike-ad

কিন্তু খেলোয়াড়দের জার্সিতে প্রথমবারের মতো কনডমের বিজ্ঞাপন যুক্ত হতে যাচ্ছে। যার কারণে ব্রিবত তারা। আর এটি হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

প্রচুর অর্থের ছড়াছড়ি আইপিএলে । বিশ্বের সবচেয়ে ঘরোয়া ক্রিকেটের আসর এটি। স্বাভাবিকভাবে পুরো বিশ্বের নজর থাকে সেখানে। তাই সামান্য ব্র্যান্ডিংয়ে লাভ হয় কোম্পানির। এবার কনডমের কোম্পানি সেই কাজটি করেছে।

আইপিএলের দল কিংস ইলাভেন পাঞ্জাবের সঙ্গে একটি জনপ্রিয় কনডম সংস্থা বিজ্ঞাপনী চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী জার্সির পেছনে অর্থাৎ ক্রিকেটারদের পিঠে কনডমের বিজ্ঞাপন দেওয়া হবে। আর তাতেই মহাবিড়ম্বনায় পড়েছেন ক্রিকেটাররা।

নাম না জানানোর শর্তে কিংস ইলাভেন পাঞ্জাবের এক ক্রিকেটার বলেন, ‘আমার পরিবারের সবাই আমার খেলা টিভিতে দেখার জন্য মুখিয়ে আছে। শুধু পরিবার না, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবী সবাই খেলা দেখবে। সেখানে আমার নামের নিচে…… এরকম একটি বিজ্ঞাপন! সত্যিই আমি বিব্রত।’

প্রসঙ্গত, কিংস ইলেভেন পাঞ্জাব দলের স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ২০টি কোম্পানি।