Search
Close this search box.
Search
Close this search box.

সুটকেসে ভরে সন্তান পাচার করতে গিয়ে বাবা আটক

son-father

স্পেনের এক আদালত এক ব্যক্তিকে আটকে রাখার নির্দেশ দিয়েছে। আইভরি কোস্ট থেকে আসা সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি সুটকেসের ভিতরে করে তার আট বছরের ছেলেকে পাচার করার চেষ্টা করেছিলেন।

chardike-ad

পুলিশ সূত্রে জানানো হয়েছে, উত্তর আফ্রিকার সীমান্ত শহর সিউটা থেকে ইউরোপ যাওয়ার জন্য স্থলপথের লাইনে দাঁড়িয়ে ছিলেন উনিশ বছর বয়সি এক নারী। হঠাৎই তাকে দেখে সন্দেহ হওয়ায় এক নিরাপত্তারক্ষী এগিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

কথায় অসঙ্গতি ধরা পড়ায়, নিরাপত্তারক্ষীরা তার সুটকেস খতিয়ে দেখতে চান। স্ক্যানারে ধরা পরে সুটকেসের ভিতর একটি ছেলে কুঁকড়ে বসে রয়েছে। তখনই মহিলাকে আটক করে নিরাপত্তারক্ষীরা। এর কিছুক্ষণ পরই ছেলেটির বাবাকে সীমান্ত শহর থেকেই আটক করে নিরাপত্তাকর্মীরা।

son-father-2

জানা গেছে, ওই মহিলা স্পেনের বাসিন্দা, ছেলেটিও স্পেনের বাসিন্দা। দুজনে স্বামী – স্ত্রী। কিন্তু তাদের সুটকেসের ভিতর থেকে উদ্ধার হওয়া আট বছরের বালকটি স্পেনের বাসিন্দা নয়। সিউটার এক আদালত ছেলেটির বাবার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে।