Search
Close this search box.
Search
Close this search box.

মিয়ানমারের হামলায় বিজিবি সদস্য গুলিবিদ্ধ

bgbকক্সবাজারের টেকনাফ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

 

chardike-ad

বুধবার ভোরে টেকনাফের নাফনদীর জাদিমুরা পয়েন্টে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

 

এতে বিজিবির সিপাহী বিপ্লব গুলিবিদ্ধ হয়েছেন। আহত বিজিবি সদস্যকে সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদস্য হাসপাতালে আনা হয়।

 

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও সাইফুল ইসলাম সিরাজী রাইজিংবিডিকে জানান, গুলিবিদ্ধ বিজিবি সদস্যদের ডান হাতে ও মাথায় গুলি চিহ্ন রয়েছে। তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অপারেশনের পর বিস্তারিত বলা যাবে বলে তিনি জানান।

 

এদিকে এ ঘটনায় আরো একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। সীমান্ত এলাকার লোকজনের দাবি, নিখোঁজ বিজিবি সদস্যকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বাহিনী।

 

তবে নিখোঁজ ও আহত বিষয় নিয়ে কোনো কথা না বলে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান রাইজিংবিডিকে জানান, সীমান্তে বিজিবির টহল দলের ওপর গুলি করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী । তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে পরে আলাপ করবেন বলে তিনি জানান।