Search
Close this search box.
Search
Close this search box.

বৃষ্টির শঙ্কায় প্রথম ওয়ানডে

cricket-rainবাংলাদেশ ও ভারতের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হচ্ছে আজ বিকেলে। এ ম্যাচকে ঘিরে উজ্জীবিত টাইগাররা। কেননা এ সিরিজেই  বিশ্বকাপের প্রতিশোধ নিতে চায় তারা। এ লক্ষ্যে অনুশীলনে ব্যাপক ঘাম ঝরিয়েছেন মুশফিক-সাকিবরা। তবে সব ঠিক থাকলে এ ম্যাচে বাধ সাধতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ বৃহস্পতিবার বৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ছয়টার আগ পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে। প্রতিপক্ষের সঙ্গে তাই দু’দলের গেম প্ল্যান থাকছে বৃষ্টিকে ঘিরে। অপরদিকে, সকাল থেকেই আকাশে চলছে মেঘের ঘনঘটা।

chardike-ad

জানা গেছে, রিজার্ভ ডে থাকায় কিছুটা নির্ভার থাকছে দু’দল। তবে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনার সম্ভাবনা থাকায় পরিকল্পনা সাজানো নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে টাইগারদের।

আবহাওয়ার ভিন্নতা উইকেটের আচরণে বৈচিত্র্য যোগ করতে পারে। গত বছরের জুনে ভারত সিরিজে মিরপুরের উইকেট রীতিমত পেসারদের স্বর্গে পরিণত হয়। অতিরিক্ত মুভমেন্টে টিকে থাকতেই কষ্ট হচ্ছিল দু’দলের ব্যাটসম্যানদের। এবারো তেমন কিছু হতে পারে।

বাংলাদেশের বিশেষ পরিকল্পনা থাকবে ভারতের শক্তিশালী ব্যাটিং নিয়ে। বিশ্বকাপ থেকে বাংলাদেশের পেসাররা ভালো বল করছেন। স্পিনাররা দেশের মাটিতে বরাবরই ভালো খেলে থাকেন। রুবেল, তাসকিনের সঙ্গে তরুণ তুর্কি মুস্তাফিজ পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচে নিজের জাত চিনিয়েছেন। বাংলাদেশের এই পেস আক্রমণ ভারতের বিপক্ষে ভালো করবে বলে অনেক ক্রিকেটবোদ্ধাদের বিশ্বাস।