Search
Close this search box.
Search
Close this search box.

‘৩০ লাখ ৭৫ হাজার কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে’

mosarrofবর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর চলতি বছরের মে পর্যন্ত ৩০ লাখ ৭৫ হাজার ৩৪৮ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে একথা বলেন।

chardike-ad

মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বৈদেশিক কর্মসংস্থান খাতের আয় বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে প্রায় ১৪.৯৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই অর্থ শুধুমাত্র জিডিপি সমৃদ্ধ করেছে তাই নয়, এটা দেশের মানুষের জীবনমান উন্নয়ন তথা পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নতুন নতুন শ্রম বাজার হিসেবে ইতোমধ্যে মরিশাস, পোল্যান্ড, সুইডেন, বেলারুশ, পাপুয়া নিউগিনি, সিসিলি, আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, এ্যাঙ্গোলা, কঙ্গো, তাজিকিস্তান, উজবেকিস্তান, রুমানিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, সুদান, হংকং, মালদ্বীপ, থাইল্যান্ডসহ প্রভৃতি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মী পাঠানো হচ্ছে।

মন্ত্রী বলেন, মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের জি টু জি পদ্ধতিতে জনশক্তি পাঠানোর বিষয়ে স্বাক্ষরিত এমওইউ-এর ভিত্তিতে জি টু জি প্রক্রিয়ায় মাত্র ২৮ হাজার ২শ’টাকা ব্যয়ে মালয়েশিয়ায় যাচ্ছে।

তিনি বলেন, বিএমইটির মাধ্যমে স্বল্প খরচে হংকং-এ নারী কর্মী পাঠানো শুরু হয়েছে। আশা করা যায়, প্রায় ১ লাখের মত নারী কর্মী পাঠানো সম্ভব হবে।