Search
Close this search box.
Search
Close this search box.

চীনে ধেয়ে আসছে টাইফুন : ৪০০ ফ্লাইট বাতিল

TAIFUNচীনের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় শক্তিশালী টাইফুন ‘চান হোম’ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া অফিস । উপকুল থেকে প্রায় ৮ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিরাপদে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এখন পর্যন্ত ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার যেকোনো সময় এ টাইফুন আঘাত হানতে পারে। টাইফুনের প্রভাবে উপকুলে ১৮৭ কি.মি. বেগে বাতাস বইছে।

chardike-ad

১৯৪৯ সালের পর এবারের টাইফুন চান হোমই সবচেয়ে ভয়াবহ হতে পারে। এর প্রভাবে ইতিমধ্যে সাগরে ৩৩ ফুট উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ২ হাজার ৯০০টি মাছ ধরার ট্রলারকে বন্দরের নিরাপদ আশ্রয়স্থলে চলে আসার জন্য নির্দেশ জারি করা হয়েছে।