Search
Close this search box.
Search
Close this search box.

রাজন হত্যাকাণ্ডের স্থলে হবে ‘ঘৃণাস্তম্ভ’

Rajon-Ghrinaপৈশাচিক নির্যাতনের মাধ্যমে সিলেটে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের স্থলে ‘ঘৃণাস্তম্ভ’ নির্মাণ করার দাবি জাতীয় সংসদে জানানো হবে বলে জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া।

তিনি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজন হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘মানুষ যাতে শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে সব সময় ঘৃণা প্রকাশ করে, সে জন্যই সামিউল হত্যাকাণ্ডের স্থানে একটি ঘৃণাস্তম্ভ নির্মাণের দাবি সংসদে জানানো হবে।’

chardike-ad

এদিকে সাংসদ কেয়া দুপুর পৌনে ১টার দিকে রাজনের বাবা-মাকে সান্ত্বনা দিতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে যান।

এসময় তিনি রাজনের মা লুবনা আক্তারকে ‘বোন’ সম্বোধন করে বলেন, ‘আজ থেকে আপনি আমার আপন বোনের মতো। আমি আপনাকে আমার আরেকটা বোন বলে মনে করবো।’

সাংসদ কেয়া রাজনের ছোট ভাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার উপদেশ দেন। বড় হয়ে এ ধরনের ন্যক্করজনক ঘটনা দেখতে পেলে সে যেন প্রতিবাদ করে, সোচ্চার থাকে, সেই উপদেশও দেন সাংসদ কেয়া।

তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাজনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।