Search
Close this search box.
Search
Close this search box.

জুলাইয়ে কার্যকর হচ্ছে দক্ষিণ কোরিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

অনলাইন প্রতিবেদক, ১১ এপ্রিল, ২০১৩:

উত্তর কোরিয়ার উপর্যুপরি যুদ্ধ উস্কানি ও হামলার হুমকির মুখে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছে দক্ষিণ কোরিয়া। জুলাই নাগাদ সম্পূর্ণ নিজস্ব এই ব্যবস্থাটি কার্যকর করা সম্ভব হবে বলে জানিয়েছেন এক শীর্ষ সামরিক কর্মকর্তা। 

chardike-ad

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যুক্ত না হয়ে নিজেরাই ধীরে ধীরে এমন একটি স্বাধীন ব্যবস্থা প্রস্তুতির কাজ করে আসছে ২০০৬ সাল থেকে। প্যাট্রিয়ট মিসাইল(একটি বিশেষ ধরণের ক্ষেপণাস্ত্র) ও দূর পাল্লার আগাম সতর্কতাজ্ঞাপক শক্তিশালী রাডার যন্ত্র নিয়ে গড়ে উঠছে কোরিয়া এয়ার এন্ড মিসাইল ডিফেন্স সিস্টেম (কেএএমডি)।

যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতা নির্দেশক উপগ্রহসমূহের সহায়তায় কেএএমডি ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ক্ষেপণাস্ত্র সনাক্ত ও প্রতিহত করার সামর্থ্য রাখবে। গত বছরের শেষ নাগাদই ব্যবস্থাটি কার্যকর করার কথা থাকলেও পরীক্ষামূলক কার্যক্রমের সময় কিছু অংশ বিকল হয়ে যাওয়ায় মাস ছয়েক বিলম্ব হচ্ছে।

সুত্রঃ ইউনহাপ