সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ মে ২০১৩, ১১:১৯ অপরাহ্ন
শেয়ার

ইপিএসে কোরিয়ায় চাকরির সুযোগ, রেজিস্ট্রেশন ২০-২১মে


অনলাইন প্রতিবেদক, ১৪ মে, ২০১৩:

দীর্ঘ প্রতীক্ষার পর কোরিয়ায় চাকরির ভিসা ইপিএসের রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা করেছে বোয়েসেল। হাজার হাজার শিক্ষার্থী কোরিয়ান ভাষা শিখে অপেক্ষার প্রহর গুনছিল কবে সার্কুলার হবে। আজ দীর্ঘদিন পরে বোয়েসেল যুগান্তরে বিজ্ঞপ্তি প্রকাশ করে। আগামী ২০মে সকাল ১০টা থেকে ২১মে বিকেল ৫ টা পর্যন্ত প্রাথমিক রেজিস্ট্রেশন করা যাবে। ২৯ মে কম্পিউটারাইজড পদ্ধতিতে লটারীর মাধ্যমে ২৯ মে চুড়ান্ত রেজিস্ট্রেশনের জন্য উত্তীর্ণদের নির্বাচিত করা হবে। চুড়ান্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বোয়েসেল (www.boesl.org.bd) এর ওয়েবসাইটে দেওয়া হবে।

প্রাথমিক রেজিস্ট্রেশনের যোগ্যতা হিসেবে যেসব নিয়মাবলী রাখা হয়েছে সেগুলো হলঃ

– যাদের জন্মতারিখ ১৯৭৩ সালের ৪জুন থেকে ১৯৯৫ সালের ৩জুনের মধ্যে।

– যারা পূর্বে কখনো অবৈধভাবে কোরিয়ায় ছিলনা, কোরিয়া থেকে ফেরত পাঠানো হয়নি বা কোরিয়ান দূতাবাস থেকে ভিসা প্রত্যাখ্যাত বা বাতিল হয়নি।

– যার বিরুদ্ধে মামলা মোকাদ্দমা নেই বা কারাদন্ড প্রাপ্ত নন।

– যাদের বাংলাদেশ থেকে বহির্গমনে আইনগত বাধা নেই।

– রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এমআরপি পাসপোর্ট নাম্বার ব্যবহার করতে হবে।

বিস্তারিত বোয়েসেলের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
486864_593993847286322_2058855543_n