Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে কাজের সময় নেকাব না পরলে জরিমানা

nekab-soudiকাজের সময়ও নারীদের নেকাব পরতে হবে; না হলে জরিমানা গুণতে হবে। নতুন এই নিয়ম জারি করেছে সৌদি আরব সরকার।

সম্প্রতি জারি করা সৌদি শ্রম মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, নেকাব দিয়ে মুখ-মাথা সম্পূর্ণ না ঢেকে কাজ করলে এক হাজার রিয়েল জরিমানা দিতে হবে। কোনো প্রতিষ্ঠান এই নিয়ম ভাঙলে পাঁচ হাজার রিয়েল জরিমানা গুণতে হবে।

chardike-ad

নারী শ্রমিকদের নেকাব দিয়ে মাথা ঢেকে রাখতে প্রত্যেক প্রতিষ্ঠানে নোটিশ টাঙানোর নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।