Search
Close this search box.
Search
Close this search box.

শান্তির দেশের তালিকায় ৩ নম্বরে সৌদি আরব

soudiবিশ্বের শান্তির দেশের তালিকায় তিন নম্বরে ওঠে এসেছে সৌদি আরবের নাম। যদিও দেশটি আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার জন্য সম্প্রতি সমালোচিত হতে হচ্ছে।

উইন/গ্যালাপ ইন্টারন্যাশনালের চালানো এক জরিপে এ তথ্য ওঠে এসেছে। জরিপের জন্য তারা ৬৮টি দেশের ৬৬ হাজার ৪০ জন মানুষের মতামত নেন। তবে এ তালিকার শীর্ষ দশে নেই কোনো ইউরোপীয় দেশের নাম। তালিকায় সৌদি আরবের ওপরে থাকা দেশ দুটি হচ্ছে ফিজি এবং কলম্বিয়া।

chardike-ad

৬৮টি দেশের মধ্যে চালানো এ জরিপে ফিজিকে এক নম্বরে রাখলেও কলম্বিয়াকে নিয়ে বিতর্ক রয়েছে। কেননা দেশটি মাদক চোরাচালানসহ সরকারী দুর্নীতির জন্য বিশ্বজুড়ে সমালোচিত।

তবে এ তালিকার এক নম্বরে থাকা ফিজি তার প্রকৃতিক বৈশিষ্টের জন্য সুবিধা পেয়েছে বলে জানানো হয়েছে। পুরো জানুয়ারি জুড়ে দেশটিতে গড়ে তাপমাত্রা থাকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

শান্তির দেশের পাশাপাশি অশান্তির দেশেরও একটা তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এ তালিকায় তিন নম্বরে রয়েছে ইউরোপের দেশ গ্রিস। সেই সঙ্গে ইতালি ও ফ্রান্স রয়েছে দশম স্থানে।