Search
Close this search box.
Search
Close this search box.

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ২৮

ecuadorইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট জর্জ গ্লাসের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, ইকুয়েডরের সমুদ্র তীরবর্তী অঞ্চলে স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পর পরই ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়।

chardike-ad

বিবিসি আরো জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী কিটো থেকে ১৬০ কিলোমিটার দূরের মুইসন শহর। এতে রাজধানী ভয়ংকরভাবে কেঁপে ওঠে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দরনগরী গুয়াকুইলের অনেক ওভারপাস ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।