Search
Close this search box.
Search
Close this search box.

তরুণীদের আবদারে বিব্রত মুস্তাফিজের বাবা

Mustafizur-Rahman-returns-home-600x340ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা ‘এএফপি’ সম্প্রতি মুস্তাফিজুর রহমানের বাবার সংক্ষিপ্ত সাক্ষাৎকার ছেপেছে। ক্রিকেটের কল্যাণে তার পুত্র বিশ্ব পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এতে মানুষের ভালবাসার সঙ্গে কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি তাকে হতে হচ্ছে বলে জানালেন।

chardike-ad

মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজি সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত। তার বাড়ি এখন মানুষের জন্য দর্শনীয় জায়গা হয়ে গেছে জানালেন তিনি।

প্রতিদিন অনেক অপরিচিত মানুষ তাদের বাড়িতে যান। সবাই তাদের শুভকামনা করেন।

কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। অনেক তরুণী নাকি তার কাছে মুস্তাফিজের ফোন নম্বর চান। কিন্তু তিনি সেটা দেন না। প্রতিদিন তাদের ঠিকানায় অনেক চিঠি যায়।

এ ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিদিন আমাদের ঠিকানায় অনেক চিঠি আসে। আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন আমাদের ঠিকানার কোনো চিঠি বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় মনযোগ দেয়ার সময় এখন।’