Search
Close this search box.
Search
Close this search box.

স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে টপকে স্যামসাং শীর্ষে

ডেস্ক রিপোর্টঃ কোরিয়ান জায়ান্ট স্যামসাং এখন সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রেতা কোম্পানী। বিখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোবস গত সোমবার এতথ্য প্রকাশ করেছে। ফোবস জানিয়েছে বছরের প্রথম তিনমাসে স্যামসাং বাজারের ২৮.২ শতাংশ দখল করেছে ৪১মিলিয়ন স্মার্টফোন বিক্রির মাধ্যমে। অন্যদিকে একই সময়ে অ্যাপল ৩২.৬মিলিয়ন স্মার্টফোন বিক্রি করে ২২.৪ শতাংশ বাজার দখল করে দ্বিতীয় স্থানে আছে। 
এছাডা নকিয়া ১২.৫ শতাংশ বিক্রি করে তৃতীয়, ব্ল্যাকবেরি ৮.৫ শতাংশ বিক্রি করে চতুর্থ স্থানে রয়েছে। 
স্যামসাং গ্যালাক্সী নোটে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে। স্যামসাং জানিয়েছে গত বছর নভেম্বরে রিলিজ হওয়ার পর থেকে ৫ মিলিয়ন ইউনিট গ্যালাক্সী নোট বিক্রি করেছে তারা। স্যামসাং এই বছর রেকর্ড লাভের আশা প্রকাশ করেছে যার সম্ভাব্য পরিমান হল ৫ মিলিয়ন ওন।