মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১:১৭ অপরাহ্ন
শেয়ার

পার্কিংয়ের জায়গা খুঁজতে সহায়তা করবে ম্যাপ


parkingগাড়ির চালককে পার্কিংয়ের জায়গা খুঁজে বের করতে সহায়তা করবে ম্যাপ। অডি, বিএমডব্লিউ এবং মার্সেডিজ বেঞ্জ গাড়িতে আগামী বছর থেকে এ ম্যাপ ব্যবহার করা হবে। খবর বিবিসি।

সেবাটি চালু করছে ‘হিয়ার’ নামের এক ম্যাপিং ফার্ম। ম্যাপটি গাড়ির গতি, অবস্থান ও দিক সম্পর্কে তথ্য দেবে। এছাড়া তীব্র ব্রেকিং এবং কুয়াশার লাইট চালুর বিষয়ে তথ্য নেবে। গাড়ির সামনে লাগানো ক্যামেরা দিয়ে ভিডিও ফুটেজ ধারণ করা হবে। হিয়ারের ওপেন লোকেশন প্লাটফরমে আপাতত ডাটা পাঠানো বা গ্রহণ করার কোনো প্রযুক্তি নেই। গুগলের ম্যাপিং সার্ভিস ‘ওয়েজ’-এর মধ্যেই তাদের ম্যাপে ডাটা পাঠানো ও গ্রহণের সুযোগ রেখেছে।

হিয়ার ম্যাপের মাধ্যমে গাড়ির পার্কিং সেবায় এটি প্রতিটি রাস্তায় গাড়ির পার্কিংয়ের জায়গা খুঁজে বের করবে। এমনকি ওই স্থানে গাড়ি রাখার খরচও জানাবে ম্যাপ। হিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এডজার্ড ওভারবিক বলেন, গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরো উন্নত করতে প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একসঙ্গে কাজ করছে।