Search
Close this search box.
Search
Close this search box.

দ. কোরিয়ার সামরিক তথ্যে উ. কোরিয়ার সাইবার হামলা!

North-South-Korea

বিভিন্ন ধারার সাইবার হামলা রুখে দিতে ‘মিলিটারি সাইবার কম্যান্ড’ নামে একটি ইউনিট গঠন করেছিলো দ. কোরিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, এবার সেই ‘মিলিটারি সাইবার কম্যান্ড’-এর সার্ভার হ্যাক করা হয়েছে। দ. কোরীয় সেনাসূত্রের বরাত দিয়ে উ. কোরিয়ার বিরুদ্ধে এই সাইবার হামলার অভিযোগ তোলে বিবিসি।

chardike-ad

দ. কোরিয়ার একজন সেনামুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, হ্যাকিং-এর মাধ্যমে তাদের ‘মিলিটারি সাইবার কম্যান্ড’এর বেশকিছু ক্লাসিফায়েড তথ্য চুরি করেছে উ. কোরিয়া। তবে সেই তথ্যগুলো কী সংক্রান্ত, কিংবা সেগুলো কতোটা গুরুত্বপূর্ণ অথবা গুরুত্বপূর্ণ; তা জানা যায়নি এখনও।
দ. কোরিয়া আগেও উ. কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ তুলেছে। সেসব অভিযোগ ছিল ব্যাংক আর মিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোকে নিয়ে। এবার প্রথমবারের মতো সামরিক তথ্যে উ. কোরিয়াকে নিয়ে সাইবার হামলার অভিযোগ তুললো দেশটি।
এদিকে দ. কোরীয় এক বার্তা সংস্থাকে একজন সেনা মুখপাত্র বলেছেন, ‘আমাদের মনে হচ্ছে, ম্যালওয়্যার দিয়ে হ্যাকিং-এর মাধ্যমে অনেক গোপন তথ্যসহ বেশাকিছু সামরিক তথ্য চুরি করা হয়েছে।’
এখনও এ ব্যাপারে উ. কোরিয়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।