base_1486358902-1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রতারক’ বলে মন্তব্য করেছেন এবারের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সিনেটর বার্নি স্যান্ডার্স। নির্বাচনী প্রচারণায় ওয়ালস্ট্রিটের প্রভাব কমানোর ঘোষণা দিলেও, প্রশাসনে ধনী ব্যবসায়ী ও ব্যাংকারদের নিয়োগ দেয়ার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করলেন।

chardike-ad

রোববার (৫ ফেব্রুয়ারি) সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ভারমন্টের এ সিনেটর বলেন, ‘নির্বাচনী প্রচারণায় ট্রাম্প ওয়ালস্ট্রিটের প্রভাব কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মাধ্যমেই তিনি মধ্যবিত্ত ভোটারদের মন জয় করেন। কিন্তু প্রেসিডেন্ট হয়ে তিনি ঠিক উল্টো কাজটি করেছেন। প্রশাসনে একের পর এক ধনী ব্যবসায়ী ও ওয়ালস্ট্রিটের জ্যেষ্ঠ উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন। তিনি ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন।’

স্যান্ডার্স বলেন, ‘ট্রাম্প প্রতারক। তিনি লোক দেখানো কাজে পটু। গণমাধ্যমে আলোচনায় থাকতে পছন্দ করেন। কিন্তু আমি মনে করি, তিনি আমাদের দেশের মধ্যবিত্ত ও কর্মজীবী শ্রেণির মানুষদের ক্ষতির কারণ হবেন।’

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসনে ওয়ালস্ট্রিটের বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা ও বিলিয়নেয়ার ব্যবসায়ী জায়গা পেয়েছেন। তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী স্টিভ মিনিউচিন, বাণিজ্য প্রধান উইলবার রস, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক গ্রে কোহেনসহ অনেকেই। এমনকি ট্রাম্পের মন্ত্রিসভাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ধনী মন্ত্রিসভা বিবেচনা করা হচ্ছে।

সূত্র: সিএনএন