cosmetics-ad

সৌদি আরবে বাংলাদেশিকে গুলি করে হত্যা

goni

সৌদী আরবে আব্দুল গনী নামের এক প্রবাসী বাংলাদেশি শ্রমিককে গুলি করে হত্যা করেছে এক সৌদি নাগরিক। গত রবিবার (১০জুলাই) হাইল প্রদেশের সেনান নামক স্থানে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন আরটিভির প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মাজিদ সুজন ।

নিহত আব্দুল গনি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার বেগুলীয়া গ্রামের আ. রহমান বেগের ছেলে। তিনি দীর্ঘ সাতাশ বছর যাবৎ সৌদি আরবের হাইল প্রদেশের সেনান নামক স্থানে একটি সবজি খামারে কাজ করতেন।

গত ১০ জুলাই রাত সাড়ে ১২টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খামার মালিকের ছেলে সৌদি নাগরিক এবং তার দুই বন্ধু আব্দুল গনীকে গুলী করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।