শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:১০ পূর্বাহ্ন
শেয়ার

পর্তুগালের লিসবন সিটি কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি রানা


ranaপর্তুগালের রাজধানী লিসবন সিটি কাউন্সিল নির্বাচনে জইন্তা ফেগ্রেসিয়া সান্তা মারিয়া মাইওরের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বাংলাদেশি রানা তাসলিম উদ্দিন।

আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। রানা তাসলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করবেন পর্তুগালের ক্ষমতাসীন পর্তুগিজ স্যোসালিষ্ট পার্টি (পিএস) থেকে। একই দল থেকে লিসবনের বর্তমান মেয়র ফার্নান্দো মেদিনা আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘদিন ধরে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দিয়ে আসছেন রানা তাসলিম উদ্দিন। দীর্ঘ ২৩ বছর যাবত বসবাস করছেন রাজধানী লিসবনে। এ ছাড়া ১৮ বছরের বেশি সময় ধরে স্থানীয় ট্রাইব্যুনালের অফিসিয়াল দোভাষী হিসেবে কাজ করছেন তিনি।

পর্তুগালের মূলধারার সঙ্গে রানা তাসলিমের সম্পৃক্ততা বহু আগে থেকেই। তিনি জানন, প্রবাসে আমরা সবাই বাংলাদেশের প্রতিনিধি। আমি নির্বাচিত হলে বাংলাদেশের নাম আসবে সবার আগে। নির্বাচনে সকল বাংলাদেশির দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।