শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ অক্টোবর ২০১৭, ৭:৫৬ পূর্বাহ্ন
শেয়ার

দূর্ঘটনায় কোরিয়ায় বাংলাদেশী ছাত্রের মৃত্যু


দক্ষিণ কোরিয়ায় মটরসসাইকেল দূর্ঘটনায় এক বাংলাদেশী ছাত্র নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। উসং ইউনিভার্সিটির ছাত্র আব্দুর রহমান (২২) আজ (শুক্রবার) ভোর ৫টা ২০মিনিটে (হাসপাতালের দেওয়া সময় অনুযায়ী) চুংনাম ইউনিভার্সিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আজ জুমা’র পর দেজনে দোয়া অনুষ্ঠিত হবে। জানাজার সময় পরবর্তীতে জানানো হবে। আব্দুর রহমানের বাড়ি কুমিল্লা’র দাউদকান্দিতে। দুর্ঘটনায় আহত অপর ছাত্র রাজিব হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

abdur-rahman

আব্দুর রহমান

দেজনে অধ্যয়নরত ছাত্র আপন জানিয়েছেন নিহত আব্দুর রহমান খুবই শান্তশিষ্ট একজন ছেলে। সবাই নম্র ভদ্র হিসেবেই তাকে চিনে। পার্ট টাইম কাজ করার জন্য কর্মস্থলে যেতে আব্দুর রহমান মাঝেমধ্যে মটর বাইকে চলাফেরা করতেন।