Search
Close this search box.
Search
Close this search box.

ইসরায়েলি প্রতিনিধিকে কুয়েতি স্পিকারের ধমক, অতঃপর…

marzuk-al-ganimকুয়েতের স্পিকার মারজুক আল-গানিম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে থেকে ধমক দিয়ে ইসরায়েলের প্রতিনিধিদলকে বের করে দিয়েছেন। বুধবার এই ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।

সম্মেলনে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি সংসদ সদস্যদের বিষয়ে ইসরায়েলি প্রতিনিধিদের দেয়া বক্তৃতায় ক্ষিপ্ত হয়ে কুয়েতের স্পিকার বলেন, ‘বিন্দু পরিমাণ লজ্জা থাকলে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান।’

chardike-ad

মারজুক ইসরায়েলি পার্লামেন্টকে ‘ধর্ষক পার্লামেন্ট’ বলে অভিহিত করে বলেন, ‘প্রত্যেক সম্মানিত সংসদ সদস্যের মধ্যে আপনাদের এই বক্তৃতায় কী ধরনের প্রতিক্রিয়া হয়েছে তা নিজেরাই দেখতে পেয়েছেন। এখন আপনাদের অবশ্যই উচিত তল্পিতল্পা নিয়ে এই সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়া।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আপনারা হচ্ছেন দখলদার, আপনারা শিশুদের খুনী। যদি আপনাদের মধ্যে সামান্য মর্যাদাবোধ থেকে থাকে তবে এই মুহূর্তে এই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে যান।’

কুয়েতের সংসদ স্পিকারের এমন মন্তব্যে বাধ্য হয়ে ইসরায়েলি প্রতিনিধিদল সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় উপস্থিত বিভিন্ন দেশের সংসদ সদস্যরা করতালি দিয়ে তুমুল উল্লাস প্রকাশ করেন।

ফিলিস্তিনি জাতীয় পরিষদের প্রধান আজ্জম আল-আহমাদ এ ঘটনা প্রসঙ্গে বলেন, ‘গানিমের বক্তব্যে সব আরব দেশের চিন্তার প্রতিফলন ঘটেছে।’ ইসরায়েলি প্রতিনিধিদলের উদ্দেশ্যে গানিম যে বক্তব্য দিয়েছেন তা দীর্ঘদিন ক্ষত বয়ে বেড়ানো ফিলিস্তিনিদের জন্য আশার আলো দেখিয়েছে বলেও মন্তব্য করেন আজ্জম আল-আহমাদ।