Search
Close this search box.
Search
Close this search box.

শেষ ওয়ানডেতেও অনিশ্চিত তামিম

tamimদক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই চোট ঘিরে রেখেছে তামিম ইকবালকে। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি, খেলতে পারেননি প্রথম ওয়ানডেতেও।

পার্লে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই ওপেনারকে একাদশে দেখে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন টাইগার ভক্ত-সমর্থকরা। এবার আবারও অনিশ্চয়তা, ব্যথা বেড়ে যাওয়ায় রোববার সিরিজের তৃতীয় ওয়ানডেতে তামিমের খেলা নিয়ে তৈরি হয়েছে শংকা।

chardike-ad

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শুরুর আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে বাঁ ঊরুর ওপরের দিকের মাংসপেশিতে চোট পেয়েছিলেন তামিম। এরপর থেকেই টুকটাক সমস্যা হচ্ছে তার। দ্বিতীয় ওয়ানডের সময় ব্যথাটা কম ছিল। এখন আবারও কিছুটা বেড়েছে।

ব্যথা থাকায় শুক্রবার বাংলাদেশ দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তামিম। এদিনই স্থানীয় সময় দুপুর দুইটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) তাঁর স্ক্যান করানোর কথা। স্ক্যান রিপোর্টের ওপরই নির্ভর করছে ইস্ট লন্ডনে সিরিজের তৃতীয় ম্যাচটি তিনি খেলতে পারবেন কি না।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ২-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ বাকি থাকতে সিরিজটাই খুইয়ে বসেছে মাশরাফি বিন মর্তুজার দল।