Search
Close this search box.
Search
Close this search box.

মাশরাফির ঘটনা মনে করিয়ে দিলেন মেসি

messi
মেসিকে দুই পাগল ভক্তের জড়িয়ে ধরার মুহূর্ত। ছবি: এএফপি, দ্য সান।

ঠিক এক বছর আগে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক অবাক করা ঘটনা ঘটেছিল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হঠাৎ ঢুকে পড়েন এক দর্শক।

নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে তিনি ছুটে আসেন প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দিকে। ম্যাশও তাকে বুকে জড়িয়ে ধরেন। একবছর পর এমনই এক ঘটনা ঘটল চ্যাম্পিয়নস লিগে।

chardike-ad

অলিম্পিয়াকোসের বিপক্ষে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল কাতালান জায়ান্ট বার্সেলোনা। গোলশুন্য ড্র হওয়া ওই ম্যাচে মাঠে ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচের এক পর্যায়ে হঠাৎ মাঠে প্রবেশ করেন দুই সমর্থক। মাঠে দর্শকদের প্রবেশের ব্যাপারে উয়েফার স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও নিরাপত্তাকর্মীরা অজানা কারণে তাদের আটাকানোর তেমন চেষ্টা করেননি! একবার কেবল তাদের পিছনে ছুটতে দেখা গছে।

বলা বাহুল্য যে, ওই দুই সমর্থকের লক্ষ্য ছিলেন লিওনেল মেসি। তারা মেসির একটু কাছে যেতে চেয়েছিলেন।

একটিবার জড়িয়ে ধরা আর একটি সেলফি- ব্যাস আর কিছু নয়। শেষ পর্যন্ত বিনা বাধায় নিজেদের উদ্দেশ্য হাসিল করেছেন ওই দুই দর্শক। একজন মেসিকে জড়িয়ে ধরে তুলেছেন সেলসি। অন্যজন বুকে জড়িয়ে ধরে ভালোবাসার চুমু এঁটে দিয়েছেন মেসির শ্মশ্রুমন্ডিত গালে!

mashrafe
মাশরাফিকে এক ভক্তের জড়িয়ে ধরার সেই দৃশ্য। ফাইল ছবি

মেসিও ভক্তদের এই আশা পূরণে বাধা দেননি। ৫ বারের বর্ষসেরা জড়িয়ে ধরেছেন দুজনকে। আরও অবাক করা বিষয় কি জানেন? মেসির জন্য মাঠে ঢুকে পড়ার ঝুঁকি নেওয়া ওই দুজন ছিলেন বার্সেলোনার প্রতিপক্ষ অলিম্পিয়াকোসের সমর্থক! মেসি এমন একজন ফুটবলার, যিনি প্রতিপক্ষের ভালোভাসা অর্জন করে নিতে পারেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি যেমন সবার ভালোবাসা পেয়ে থাকেন।

না, এটা মাশরাফি আর মেসির মধ্যকার তুলনা নয়। দুজন দুই জগতের মানুষ। তবে বিশ্বে কিছু মানুষ আছেন যারা বিখ্যাত হওয়ার পরেও বদলে যান না। বাংলাদেশের মাশরাফি কিংবা হাজার হাজার মাইল দূরের আর্জেন্টিনার মেসি সেই গোত্রের মানুষ।