Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

malasiaযথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুর তিতিওয়াংসা সূরাও বায়তুল মোকাররাম-এ প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত এ মসজিদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বায়তুল মোকাররম ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন প্রাদেশিক রাজ্যেও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

chardike-ad

বায়তুল মোকাররমে বৃহস্পতিবার স্থানীয় সময় মাগরিবের নামাজের পর শুরু হওয়া মিলাদ মাহফিল চলে রাত ৯টা পর্যন্ত। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর এ দিনটিতে দেশ এবং জনগণের মঙ্গল কামনায় মোনাজাত করেন প্রবাসী বাংলাদেশিরা। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. একরামুল হক।

মিলাদ ও দোয়া উপলক্ষে সন্ধ্যা থেকেই তিতিওয়াংসার দামাই কমপ্লেক্সে জড় হতে থাকেন প্রবাসী বাংলাদেশিরা।

কর্মব্যস্ততা সেরে দেশ ও পরিবারের মঙ্গল কামনায় দোয়ায় অংশ নেন তারা। এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কর্তৃপক্ষের কবির ভূইয়া, মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী ডা. আহমেদ বোরহান, মো. জাকির হোসেন, ফরিদ গাজী, মো. মিনারুল, মো. সেলিম, তারভির, শেখ মো. জহিরসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি।