horis-chandraসৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম হরিশচন্দ্র রাজ বংশী। গত ২১ নভেম্বর মারা যান তিনি।

হরিশচন্দ্র রাজ বংশী দীর্ঘ ৩০ বছর ধরে সৌদি আরবের অ্যারাবিয়ান সার্ভিস কোম্পানিতে কর্মরত ছিলেন। তার মরদেহ রিয়াদস্থ কিং ফাহাদ হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাসের সহায়তায় তার মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

chardike-ad

হরিশচন্দ্র রাজ বংশীর গ্রামের বাড়ি ঢাকার সাভারে। তার পিতার নাম ফকির চাঁন চন্দ্র রাজ বংশী।