Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযান অব্যাহত

saudiসৌদি আরবে বসবাসকারী অবৈধ অভিবাসীদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদি আরবের সবচেয়ে বড় অভিযান এটি। তবে এই অভিযানের আগে বেশ কয়েকবার সৌদি আরবে বসবাসরত অবৈধ শ্রমিকদের সৌদি আরব ত্যাগের সময় বেধে দিয়েছিল সরকার ।

অভিবাসীদের বিরুদ্ধে চলমান এই অভিযানে গত মাসে ১ লাখ ৮১ হাজার ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ হয়ে যাওয়াসহ কাজের বিধিমালা লঙ্ঘন ও বিভিন্ন অভিযোগ রয়েছে।

chardike-ad

আটকদের মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেনি, ২১ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের লোক রয়েছে বলে স্থানীয় পত্রিকা আরব নিউজের খবরে বলা হয়েছে। এছাড়া অবৈধদের পরিবহন ও সাহায্য করার জন্য ৪৩০ জনকে আটক করা হয়েছে।

ইতোমধ্যে ৩৪ হাজার ৬৯৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২১ হাজার ৭১১ জনকে শাস্তি দেয়া হয়েছে এবং ২২ হাজার ৬০৮ জনকে নিজ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য হস্তান্তর করা হয়েছে।