Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় মাদক বিক্রির দায়ে বাংলাদেশি শিক্ষার্থী আটক

malaysiaবিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে মাদক সরবরাহের অভিযোগে এক বাংলাদেশি শিক্ষার্থীকে আটক করছে মালয়েশিয়া পুলিশ। রোববার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অভিযান চালিয়ে বেশকিছু ড্রাগ ও ১২ হাজার রিঙ্গিত উদ্ধার করে পুলিশ।

কাজাং পুলিশ প্রধান সহকারী কমিশনার আহমদ মোহাম্মদ ইউসুফ জানান, সে দুই বছর থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওই ব্যক্তি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্স বিভাগের ছাত্র। এ ঘটনায় পুলিশ তাকে এক সপ্তাহের রিমান্ডে নিয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ।

chardike-ad

পুলিশ কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থী ২০১৪ সালে মালয়েশিয়ায় লেখাপড়ার জন্য আসে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও আশপাশের কিছু ব্যক্তির কাছে মাদক সরবরাহ করত। দ্য ড্রাগস অ্যাক্ট ১৯৫২ এর ধারা ৩৯ বি এর অধীনে তদন্ত করা হচ্ছে।