বুধবার । জুন ২৫, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৭ ফেব্রুয়ারী ২০১৮, ১:৪১ অপরাহ্ন
শেয়ার

মাত্র ৩১২ টাকায় বিমান ভ্রমণ


go-airবেড়ানোর জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে শীতকাল। এ সময় সবাই ঘোরার জন্য বিভিন্ন জায়গায় যায়। এই আনন্দের মুহূর্তে যদি ৩১২ টাকায় বিমানে চড়া যায় তাহলে তো মন্দ হয় না।

ভারতীয় বিমান সংস্থা ‘গো এয়ার’ এমন সুযোগ নিয়ে এসেছে । সংস্থাটি জানায়, মাত্র ৩১২ টাকার বিনিময়ে বিমানে চেপে ভারতের বেশ কিছু জায়গায় যাওয়া যাবে। আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে টিকিট দেয়া হচ্ছে। আর বুকিং শুরু হয়েছে গত ২৪ নভেম্বর থেকে।

এই অফার চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। অফারের সময়সীমার মধ্যে টিকিট কাটলে ১ ডিসেম্বর ২০১৭ থেকে ২৮ অক্টোবর ২০১৮-র মধ্যে যাত্রা করা যাবে।

দিল্লি-লখনউ, দিল্লি-চণ্ডীগড়, বেঙ্গালুরু-গোয়া, আহমেদাবাদ-মুম্বাই, হায়দরাবাদ-বেঙ্গালুরু এবং আরও কয়েকটি রুটের টিকিটে মিলছে এই ছাড়।

সৌজন্যে- সময় টিভি