Search
Close this search box.
Search
Close this search box.

পর্দা নামল শীতকালীন অলিম্পিকের

winter-olympic

নরওয়ের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হল ২৯তম শীতকালীন অলিম্পিক গেমস-২০১৮। দক্ষিণ কোরিয়ার পিয়ং চ্যাং এ ৯ ফেব্রুয়ারি জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে শীতকালীন অলিম্পিকের। আর আজ রোববার জমকালো এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

এবারের এই আসরে ১৪টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জসহ মোট ৩৯টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে নরওয়ে। ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ৩১টি পদক নিয়ে রানার্স-আপ হয়েছে জার্মানি। ১১টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ জিতে মোট ২৯টি পদক নিয়ে তৃতীয় হয়েছে কানাডা। এ ছাড়া ৯টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতে যুক্তরাষ্ট্র হয়েছে চতুর্থ। ৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও সমানসংখ্যক ব্রোঞ্জ জিতে পঞ্চম হয়েছে নেদারল্যান্ডস।

chardike-ad

এবারের এই ২৯তম শীতকালীন অলিম্পিক গেমসে ১৫টি ডিসিপ্লিনে ১০২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৯৩টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলেট অংশ নেন এবারের এই আয়োজনে।